বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ৫ জানুয়ারি ২০২৬

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
ছবি: সংগৃহীত

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

এ বিষয়ে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত প্রথমে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। জেলা জজ আদালত-১–এ রিভিশনের শুনানির সময় অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফায় অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

জনপ্রিয়