সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড
নোয়াখালী ওয়ারিয়র্সকে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল সিলেট টাইটানস। এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি একাই নোয়াখালীর ব্যাটিং অর্ডার ভেঙে চুরমার করে দেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট ও নোয়াখালীর লড়াইয়ে নাসুম ছিলেন পুরোপুরি অপ্রতিরোধ্য। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ে নোয়াখালীর ইনিংস দ্রুতই নিয়ন্ত্রণ হারায়।
এই পারফরম্যান্সে বিপিএলে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েছেন নাসুম আহমেদ। এতদিন এই কৃতিত্ব ছিল সাকিব আল হাসানের ঝুলিতে। ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। তবে সে ম্যাচে দলকে জিতিয়ে ফিরতে পারেননি তিনি।
সব মিলিয়ে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের শীর্ষে এখনো আছেন পেসার তাসকিন আহমেদ। গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। আর তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ আমির, যিনি ১৭ রান খরচায় নিয়েছিলেন ৬টি উইকেট।
নাসুমের এই অনন্য পারফরম্যান্স সিলেট টাইটানসকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয়, পাশাপাশি বিপিএলের রেকর্ডবুকেও স্থায়ী জায়গা করে দিয়েছে তার নাম।



























