বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ৫ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

ভেনেজুয়েলা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ঢাকা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ সমাধানে কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বাংলাদেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত। পাশাপাশি, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি আমাদের অঙ্গীকারও অটল।”

জনপ্রিয়