বিশ্বকাপ নিয়ে বিসিবিকে কঠোর নির্দেশনা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে চায় না। তবে এ নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না। আইসিসি আরও জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে বিসিবির দাবি ভিন্ন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। বিসিবি বলছে, পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটামও জানানো হয়নি।
মঙ্গলবারের বৈঠক শেষে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই বৈঠকটি আয়োজন করে আইসিসি। এর আগে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
বিসিবির আইসিসিকে চিঠি দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়। আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া। তবে মোস্তাফিজকে কেন ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। ২০২৬ আইপিএল নিলামে মোস্তাফিজই ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দল পেয়েছিলেন।
এদিকে জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কোনো বৈঠকই করেনি। ফলে দেবজিত সাইকিয়া ছাড়া আর কারা এই সিদ্ধান্তে জড়িত ছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।



























