আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি আশা প্রকাশ করেছেন, রাজনীতিতে সক্রিয় তরুণদের মধ্যে অনেকেই নির্বাচনে জয়ী হবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন সরকারপ্রধান।
ড. ইউনূস আরও বলেছেন, জুলাই চার্টার প্রস্তুত হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ স্পষ্ট হবে।
শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল চাকরির জন্য উপযোগী জনশক্তি তৈরি করা নয়। বরং এটি হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “উদ্যোক্তা মনোভাব, কল্পনাশক্তি এবং নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকাশ করা জরুরি। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়া এখন সময়ের দাবি।”
দক্ষিণ এশিয়াকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো প্রায়ই কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি, যা তরুণদের নেতৃত্বে পরিবর্তন আনার সক্ষমতা দেবে।



























