শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২৬

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া দেশের জন্য জরুরি।

শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে। জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া গুরুত্বপূর্ণ।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে না, যেখানে আয়নাঘর বানানো হবে না। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ, যেখানে সব জাতি ও গোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।”

সর্বশেষ