শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ১৭ জানুয়ারি ২০২৬

গেইল-বাবরের রেকর্ডে ভাগ বসালেন ওয়ার্নার

গেইল-বাবরের রেকর্ডে ভাগ বসালেন ওয়ার্নার
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি ক্রিকেটে আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন ডেভিড ওয়ার্নার। এই ফরম্যাটে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি পূর্ণ করলেন ১০টি সেঞ্চুরির অনন্য কীর্তি। তার আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন শুধু ক্রিস গেইল ও বাবর আজম—গেইলের আছে ২২টি, বাবরের ১১টি সেঞ্চুরি।

বিগ ব্যাশ লিগের উত্তেজনাপূর্ণ সিডনি ডার্বিতে সিডনি থান্ডারের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে অপরাজিত ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ওয়ার্নার। এই ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলেন নিজের দশম টি–টোয়েন্টি সেঞ্চুরির মাইলফলক।

ব্যাট হাতে নেমেই আগ্রাসনের ছাপ রাখেন অভিজ্ঞ এই বাঁহাতি। ম্যাথু গিলকেসের সঙ্গে উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান, যেখানে ওয়ার্নারের অবদান ছিল ৪২। ইনিংসের প্রথম বলেই সাবেক সতীর্থ মিচেল স্টার্ককে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করে ছক্কা হাঁকান তিনি।

মাত্র ২৫ বলেই অর্ধশতক পূর্ণ করেন ওয়ার্নার। এরপর কিছু সময় রান তুলতে খানিকটা ভুগতে হয়—পরের ১৮ বলে আসে মাত্র ১৬ রান। তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় ১৫তম ওভারে।

শন অ্যাবটের করা দুইটি নো বল যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয় ওয়ার্নারের ব্যাটে। ওই ওভারে একটি ছক্কা ও তিনটি চারে হঠাৎ করেই গতি বাড়ান তিনি। দ্রুত পৌঁছে যান ৮৬ রানে।

৬১ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান ওয়ার্নার। এটি তার বিগ ব্যাশ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি—যা এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ। এই কীর্তিতে তিনি স্টিভ স্মিথ ও বেন ম্যাকডারমটের পাশে বসেছেন। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১০ রান করে থামেন তিনি। তার ব্যাটে ভর করে সিডনি থান্ডারের সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান।

এই ইনিংসের মধ্য দিয়েই টি–টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রান পার করেন ওয়ার্নার। ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। এর আগে এই ক্লাবে ঢুকেছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও অ্যালেক্স হেলস।

চলতি বিগ ব্যাশে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও ওয়ার্নারের দখলে। আট ইনিংসে তার সংগ্রহ ৪৩৩ রান, স্ট্রাইক রেট ১৫৪.০৯—যা স্পষ্ট করে দিচ্ছে তার দুর্দান্ত ছন্দ ও ধারাবাহিকতা।

সর্বশেষ