রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২৪

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ কালকের মধ্যে জমা দিতে হবে

পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ কালকের মধ্যে জমা দিতে হবে
সংগৃহীত

পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামীকাল মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

সোমবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ইউনিট ও কর্তব্যস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়