শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২১:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের জন্য সাড়ে ২০ কোটি টাকা দিল গণশিক্ষা মন্ত্রণালয়

বন্যার্তদের জন্য সাড়ে ২০ কোটি টাকা দিল গণশিক্ষা মন্ত্রণালয়
সংগৃহীত

দেশে বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এর আগে ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়।

এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৯ কোটি ৫২ লাখ ৭ হাজার ৭২২ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে।