সরকারি চাকরিতে প্রবেশ
বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান ৩৫ প্রত্যাশীদের
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করেছে সরকার। এখন থেকে সরকারি চাকরিতে আবেদনের জন্য আরোও ২ বছর বেশি পাবেন প্রার্থীরা। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সেখানে ৩২ বছর করা হয়েছে। এটি সাধারণ শিক্ষার্থীরা মানবে না। তাছাড়া এখানে বিসিএস পরীক্ষায় ৩ বার অংশগ্রহণ করতে পারার শর্ত রেখে দেওয়া হয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। কারণ একজন শিক্ষার্থী ২৪ বা ২৫ বছর বয়সে স্নাতক পাস করলে পরবর্তীতে এমনিতেই ৩০ বছর পর্যন্ত ৫-৬ বার বিসিএএস পরীক্ষায় অংশ নিতে পারেন। কিন্তু বর্তমানের শর্তে সেটি আর পারবেন না। তাই আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছি।



























