শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ১৫ এপ্রিল ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ‘মার্চ টু যমুনা’

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ‘মার্চ টু যমুনা’
সংগৃহীত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার আগেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। দাবির প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮টার দিকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা।

 

রাত ৯টার দিকে পদযাত্রা নিয়ে তারা রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। পুলিশ ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের আটকিয়ে দেয়। এতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।  

 

চাকরিপ্রার্থীরা দাবি করেন, তারা প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পৌঁছে দিতে চান। তবে পুলিশ জানায়, এমন দাবি প্রধান উপদেষ্টার কাছে নয়, সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয়ের কাছে দেওয়া উচিত। এতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টায় চাকরিপ্রার্থীরা এখনও শাহবাগে অবস্থান করছিলেন। পুলিশের অতিরিক্ত বাহিনী সেখানে মোতায়েন রয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।

 

এর আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। বিকেলে পিএসসির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হলেও কোনো সমাধান না পাওয়ায় তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেন।

 

চাকরিপ্রার্থীরা জানান, পিএসসি জানিয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা যথাসময়ে নেয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছে প্রতিষ্ঠানটি। প্রশ্নপত্র ছাপানো ও নিরাপত্তার যুক্তি দেখিয়ে পরীক্ষা পিছানো সম্ভব নয় বলে জানায় তারা।  

 

তবে চাকরিপ্রার্থীদের দাবি, আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে পরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়া হোক। এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।