বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ৭ মে ২০২৫

গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তা

গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তা
ভাস্কর রাসা

রাজধানী গুলশানে বিশিষ্ট ভাস্কর রাসাকে এক যুবক কর্তৃক রিকশা থেকে নামিয়ে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা ঘটে গত সোমবার সন্ধ্যায়, যখন রাসা গুলশান সাজু আর্ট গ্যালারিতে যাচ্ছিলেন।

 

ভিডিওতে দেখা যায়, যুবকটি রাসাকে রিকশা থামাতে বলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন। এর পরেই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। যুবকটির সঙ্গীরা লোকজনকে জড়ো করার চেষ্টা করলে ভাস্কর রাসা দৌড়ে রাস্তা পার হয়ে পালানোর চেষ্টা করেন, এই সময় পেছন থেকে তাকে লাঞ্ছিত করা হয়।

 

এ ঘটনায় ভাস্কর রাসা সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি এবং কোনো অভিযোগও করেননি। তবে তার পারিবারিক সূত্র জানায়, তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। উল্লেখ্য, ২০১১ সালে তিনি ১৪ ঘণ্টার বেশি নিখোঁজ ছিলেন, যা পরিবারের জন্য একটি শঙ্কার বিষয়। 

 

ভাস্কর রাসা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের ভাস্কর্য তৈরি করেছেন, যার মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য রয়েছে।

 

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল চিহ্নিত এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে, যদিও এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

সম্পর্কিত বিষয়: