মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১৮:৫২, ৬ মে ২০২৫

স্কুলে যৌনশিক্ষা চান সোনাক্ষী সিনহা

স্কুলে যৌনশিক্ষা চান সোনাক্ষী সিনহা
সংগৃহীত

যৌনতা নিয়ে সামাজিক ট্যাবু ভাঙতে স্কুল পর্যায় থেকেই যৌনশিক্ষা (সেক্স এডুকেশন) চালুর দাবি তুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার মতে, ভারতের বিপুল জনসংখ্যা এবং সচেতনতার অভাব ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে, তাই সময় থাকতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

সোনাক্ষী সম্প্রতি তার আসন্ন ছবি ‘খানদানি সাফাখানা’–এর প্রচারে এসে এ বক্তব্য দেন। এই ছবিটির মূল প্রতিপাদ্যই যৌনতা নিয়ে সামাজিক সংকোচ দূর করা। পরিচালক শিল্পী দাশগুপ্তের নির্মিত এ সিনেমায় সোনাক্ষী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যেখানে দেখা যাবে তিনি কাকার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি সেক্স ক্লিনিক চালানোর দায়িত্ব নিচ্ছেন।

সোনাক্ষী বলেন, “ভারতের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। এ পরিস্থিতিতে যদি আমরা এখনই পরিবার পরিকল্পনা এবং যৌনশিক্ষার গুরুত্ব না বুঝি, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ সমস্যার মুখোমুখি হব। তাই স্কুল পর্যায় থেকেই যৌনশিক্ষা চালু করা উচিত।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর ও কুলভূষণ খারবান্দা। ‘খানদানি সাফাখানা’ মুক্তি পাবে আগামী ২ আগস্ট।

এদিকে সোনাক্ষী ‘দাবাং থ্রি’ ছবির কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সালমান খানের বিপরীতে অভিনীত এই ছবিটি ‘দাবাং’ সিরিজের তৃতীয় কিস্তি, যা আগের দুইটির মতোই দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ‘দাবাং’ দিয়েই বলিউডে অভিষেক করেছিলেন সোনাক্ষী।

সম্পর্কিত বিষয়: