প্রশংসা পাচ্ছে সুবহার ‘কালকে টুনির বিয়া’

চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা এবার নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। ‘কালকে টুনির বিয়া’ শিরোনামের একটি গানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। গানটি প্রকাশের পর থেকে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, আর সুবহার উপস্থিতি নিয়ে উঠেছে প্রশংসার ঝড়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই গানটি আসলে ২০০৯ সালে প্রকাশিত ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ শিরোনামের একটি জনপ্রিয় গান। গানটি রচনা করেছিলেন প্রমিত কুমার। প্রথমে সিডি ক্যাসেটে মুক্তি পাওয়া গানটি ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয় এবং দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সুবহা জানান, “আমি সাধারণত গানের মডেল হই না। কিন্তু এই গানটি যখন আমাকে অফার করল, তখন শুনে খুব ভালো লেগেছে। মিউজিক ভিডিওটি সিনেমাটিক ধাঁচের হওয়ায় রাজি হয়ে যাই। এখন মুক্তির পর সবাই প্রশংসা করছেন, খুব ভালো লাগছে।”
প্রসঙ্গত, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সুবহার। বর্তমানে এই অভিনেত্রীর আরও পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।