বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ৭ আগস্ট ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার
ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাহিদাপত্রের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে প্রায় চার কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, সাবেক ভিসি কলিমুল্লাহসহ পাঁচজন পরস্পর যোগসাজশে ৩০ কোটির বেশি টাকার চুক্তি অনুমোদনবিহীনভাবে সম্পাদন, নকশা পরিবর্তন, জামানত থেকে লোন দেওয়ার ব্যবস্থা, বিধিবহির্ভূত পরামর্শক নিয়োগ, ও অগ্রিম বিল প্রদানসহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ