রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ অক্টোবর ২০২৫

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই : সারজিস আলম

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই : সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা চাই নির্বাচন কমিশন স্পষ্টভাবে ব্যাখ্যা করুক। কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না। আইনজ্ঞ, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের সঙ্গে একাধিকবার পরামর্শ করার পর আমরা নিশ্চিত হয়েছি যে, আইনগতভাবে এনসিপিকে শাপলা প্রতীক প্রদানে কোনো বাধা নেই। নেই বলে আমরা আমাদের যায়গা থেকে শাপলা প্রতীক চেয়েছি।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে  এনসিপির জেলা সমন্বয় সভা, লিফলেট বিতরণ ও প্রচার সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সারজিস আলম।

তিনি আরো বলেন, আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, সেদিনই ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম। কিন্তু বিগত কয়েক মাসে নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত করেনি। এর পেছনে অবশ্যই তাদের নিজের দায়, অবহেলা বা খামখেয়ালি রয়েছে। আবার এটিও হতে পারে কোনো প্রভাব বা চাপের কারণে  তারা প্রয়োজনীয় সাহস দেখাতে পারেননি।

তিনি বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য প্রতীক দিতে সাহস পায় না, সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। তবুও আমরা আমাদের অবস্থান থেকে আশাবাদী যে আমরা ‘শাপলা’ প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো অন্যায় করা হয়, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।

সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল  রাজনৈতিক দল রাস্তা-ঘাটে নেমে কর্মসূচি দিয়ে হাহাকার করত। আমরা অনেক অফিস দেখেছি যেই অফিসের সামনে দশ জন লোক দাড়ানোর মতো ছিল না বড় বড় রাজনৈতিক দলের। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের ওপরে জনগণ রাস্থা রেখেছে। এখন যদি জনগণের ওই রাস্তায় প্রতিদান কেউ না দেয়, নাগরিকরা ভবিষ্যতে সুযোগ পেলে তার প্রতিফলন দেখাবে।

এনসিপি দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারি ফয়সাল করিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ ও এনসিপির মূখ্য সমন্বয়ক ও হেড অব হেল্থ উইংয়ের নির্বাহী কাউন্সিল সদস্য ডা. মোঃ আব্দুল আহাদ। 

অনুষ্ঠানে দিনাজপুর জেলা ও বিভিন্ন উপজেলা হতে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: