রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৯ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে পুলিশ

শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে বের হওয়া ভুখা মিছিল পুলিশের বাধার মুখে আটকা পড়েছে।

রবিবার বিকেলে শুরু হওয়া মিছিলে শিক্ষক-কর্মচারীরা “সি আর আবরার, আর নয় দরকার”, “রাজপথে কে? রাজপথে কে? শিক্ষক শিক্ষক”, “ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা” এবং “সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো” প্রভৃতি স্লোগান দেন।

তাদের তিনটি দাবি হলো— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা শিক্ষক-কর্মচারীরা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: