রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ১৯ অক্টোবর ২০২৫

হারলেও অজুহাত দিতে চান না ক্যারিবীয় অধিনায়ক

হারলেও অজুহাত দিতে চান না ক্যারিবীয় অধিনায়ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সবসময় ফেভারিট। তবে সাম্প্রতিক কয়েকটি সিরিজে ব্যাটারদের খারাপ পারফরম্যান্সে দল হারের সঙ্গে লড়েছে। সেই ধীরগতিকে কাটিয়ে মেহেদী মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানে হারিয়েছে।

ম্যাচ পর সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, “মিরপুরের উইকেট স্পিনারদের জন্য সুবিধাজনক ছিল। রিশাদ দারুণ লাইন ও লেংথে বল করেছে। ব্যাটারদের জন্য এটি সহজ ছিল না। তবে দুই ওপেনারের শুরু ভালো ছিল।”

হোপ আরও যোগ করেন, “শুরুটা ভালো হলেও মাঝে আমরা খেই হারিয়েছি। দ্বিতীয় ম্যাচে চেষ্টা করব যেন এমন ভুল না হয় এবং সিরিজে ফিরে আসি। ভিন্ন কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং, বিশেষ করে যারা ক্যারিবিয়ান থেকে এসেছেন। তবে আমাদের ব্যাটারদের ওপর বিশ্বাস আছে।”

উভয় দলের জন্যই উইকেট চ্যালেঞ্জিং ছিল বলে মন্তব্য করে হোপ বলেন, “বাংলাদেশি স্পিনাররা ধারাবাহিক ছিলেন, যা আমাদের কাজ কঠিন করেছে। পরের ম্যাচে আরও নিখুঁত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।”

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: