নির্বাচনে কোনোভাবেই যাতে বিতর্কিত কর্মকর্তারা জড়িত না থাকেন: ড. মঈন খান

আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবেই বিতর্কিত কর্মকর্তারা যেন দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোরভাবে নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।
ড. মঈন খান বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, এমন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, যা হবে বিশ্বের কাছে উদাহরণস্বরূপ। কমিশনকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে রয়েছে। সেই গুরুদায়িত্ব এখন তাদের ওপর।”
তিনি আরও বলেন, “বিগত দিনে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, তার দায় শুধু রাজনৈতিক দল নয়, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকর্তারাও এড়াতে পারেন না। তাই এবার কমিশনকে সতর্ক থাকতে হবে—যাতে বিতর্কিত কেউ নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত না থাকে।”
আগামী নির্বাচনে বিশৃঙ্খলা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষায়, “এ দেশের মানুষ গণতান্ত্রিক। আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কার কিছু নেই। কমিশনকে কেবল তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু করতে মাঠপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের বাদ দেওয়ার পক্ষে বিএনপি নয়।
“তাদের বাধ্য করা হয়েছিল আগের নির্বাচনে। এবার নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে নির্বাচন কমিশনকেই,” বলেন ড. মঈন খান।
বৈঠকে বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবও তুলে ধরে।