ভারতে অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের নাগরিক আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তৃতীয় লিঙ্গের মোছা. সোহানাকে (২৬) আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (২২ অক্টোবর) রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হিলি সিপি ক্যাম্পের বিজিবি টহলদল সোহানাকে আটক করে।
আটক সোহানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামের মিজানুর রহমানের সন্তান।
হিলি সিপি ক্যাম্পের কমান্ডার আব্দুর সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে সোহানা সীমান্তের রেলস্টেশন এলাকা দিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিজিবি সদস্যরা এক বাংলাদেশিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’