১০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য

মিরপুরের উইকেট মানেই স্পিনের দাপট, ব্যাটারদের রুদ্ধশ্বাস পরীক্ষা। তবে সেই চেনা মঞ্চেই বৃহস্পতিবার যেন অন্য দৃশ্য—ব্যাট হাতে তাণ্ডব চালালেন সৌম্য সরকার ও সাইফ হাসান। ‘স্পিন স্বর্গে’ রূপ নিল ব্যাটিং স্বর্গে!
ইনিংসের ১৬তম ওভারেই দলীয় শতরান পেরিয়ে যায় বাংলাদেশ—তাও আবার কোনো উইকেট না হারিয়ে। লম্বা সময় পর ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে শতরান পেল টাইগাররা।
সর্বশেষ ২০২৩ সালের মার্চে ওয়ানডেতে ওপেনিং জুটি থেকে শতরান পেয়েছিল বাংলাদেশ দল। সিলেটে সেই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস গড়েছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি।
এই ম্যাচে ২৬তম ওভারে এসে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ হাসান। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে ফেরেন তিনি। তাতে ভাঙে ১৭৬ রানের দারুণ উদ্বোধনী জুটি।
এই ১৭৬ রানের জুটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন ২৯২ রানের রেকর্ড জুটি।
সব দল মিলিয়ে ২০১৫ সালের পর এটাই মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সেই বছর নভেম্বরের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।