জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিবে আজ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে আজ বৃহস্পতিবার স্মারকলিপি দিতে যাচ্ছে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। তাদের দাবির মধ্যে ‘জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী কার্যক্রম নিষিদ্ধ’ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আজ সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমবেত হবেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিলসহকারে যমুনা এলাকায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া আটটি দল হলো, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড়ে একত্রিত হবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যমুনা এলাকায় স্মারকলিপি জমা দেওয়া হবে।



























