বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ৬ নভেম্বর ২০২৫

আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস

আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস তাদের কাছে থাকা আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। 

বুধবার আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি স্বীকার করে।

তবে হামাসের কাছে এখনো ছয়জন ইসরায়েলি বন্দির মরদেহ রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এ বিষয়টি যুক্তরাষ্ট্র-সমর্থিত চলমান যুদ্ধবিরতি চুক্তির একটি বড় বিতর্কে পরিণত হয়েছে।

ইসরায়েল অভিযোগ করেছে, সব মরদেহ ফেরত না দিয়ে হামাস চুক্তি লঙ্ঘন করেছে। তবে হামাসের দাবি, গাজায় অব্যাহত হামলা ও অবরোধের কারণে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না, ফলে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, ফেরত দেওয়া মরদেহটি গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচে ছিল। চার দিনের চেষ্টায় হামাস যোদ্ধারা মরদেহটি উদ্ধার করেন। এ কাজে একটি মিসরীয় বিশেষজ্ঞ দলও অংশ নেয়। উল্লেখ্য, ওই এলাকা বেশ কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, সব মরদেহ তাদের কাছে ফেরত না আসা পর্যন্ত তারা যুদ্ধবিরতির প্রথম ধাপের প্রতিশ্রুতি—বিশেষ করে গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি—বাস্তবায়ন করবে না।

অন্যদিকে যুদ্ধবিরতি চলাকালে মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, তারা যুদ্ধবিরতির নির্ধারিত সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: