আওয়ামীলীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিলো : রাশেদ খান
গণ অধিকার পষিদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামীলীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিলো। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায়না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি লেখেন, বাকিরাও আওয়ামীলীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে। এর দায়টা শেখ হাসিনার। সুতরাং আওয়ামীলীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে, তারা হাসিনার কোন উস্কানিতে পা দিবেনা। এজন্য তাদের উচিত হবে অপরাধী আওয়ামীলীগ, ছাত্রলীগ সনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা।
তিনি আরো লেখেন, আমরা কোন নিরীহ ও নিরপরাধ আওয়ামীলীগের সাথে জুলুম করবো না কিন্তু কোন অপরাধীর সাথেও আপোষ করবো না। যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিলো, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামীলীগকে লালনপালন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে নির্বাচনের আগে ঠান্ডা করতে না পারলে, ওরা দেশকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং সরকারকে সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আওয়ামীলীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে অসংখ্য ধন্যবাদ।



























