শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১৪ নভেম্বর ২০২৫

হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো দল নয়: আমীর খসরু

হাসিনার রায়ের দিন বিশৃঙ্খলা হলে ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো দল নয়: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার রায়ের দিন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কোনো রাজনৈতিক দল নয়, ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে শেখ হাসিনার রায় ঘোষণা ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে করণীয় কী এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আর রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। এটা ওদের উপর ছেড়ে দেন। আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আশাকরি একটা নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আগামী দিনে এটাকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস।

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে ১৭ নভেম্বর।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই তারিখ নির্ধারণ করে দেয়।

একমাত্র নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই যাবতীয় পুঞ্জীভূত সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্য কোনো পন্থায় যা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আজকে জনগণের সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।

আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন ও একটি সরকার গঠন হবে ভোটের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই বিষয়টা বাংলাদেশে গত ১৫-১৬ বছর ধরে অনুপস্থিত।

জনপ্রিয়