মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ালো এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণাটি দেন।
পূর্ব-ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
এনসিপি জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ ২০ নভেম্বর
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে-
অনলাইনে আবেদন করতে চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে দুইভাবে:
১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (২য় তলা) থেকে সরাসরি সংগ্রহ করে।
২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) বা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করে ফরম নেওয়া যাবে।



























