বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২৫ ডিসেম্বর ২০২৫

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৭–১৮ বছরের নির্বাসনের পর তার আগমন মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন চলেছে, যা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সফল হয়েছে।

তবে সালাহউদ্দিন সতর্ক করে বলেন, মগবাজার ফ্লাইওভারে সম্প্রতি বোমা বিস্ফোরণের মতো ঘটনা দেখায় যে, ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি সহযোগীরা এখনও সক্রিয়। তারা গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনের বাধা দিতে চাইলেও এটি তাদের জন্য দুঃস্বপ্ন হবে।

তিনি আশা প্রকাশ করেছেন, জনগণের সহযোগিতায় একটি সত্যিকারের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয়