তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জনস্রোত
প্রায় ১৭ বছর পর দেশে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আভ্যন্তরীন সড়কগুলোতে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। স্লোগান আর ব্যানারে মুখর পুরো এলাকা। তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা।
বিমানবন্দর এলাকা প্রায় বুধবার সন্ধ্যা থেকেই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার ও সেনাবাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
মিরপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পথজুড়ে লক্ষাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। সারি সারি যানবাহন, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল — পুরো সড়ক যেন উৎসবমুখর।
বিমানবন্দরে আনসার গার্ড, অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার ও গুরুত্বপূর্ণ পোস্টে বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী এবং সাদা পোশাকে গোয়েন্দারা তাকে পাহারা দেবেন। এছাড়া বিএনপির ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও কার্যকর থাকবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে, তাই নিরাপত্তা নিশ্চিত। তবে যানজটের কারণে সাধারণ যাত্রী ও বিদেশগামীদের জন্য কিছু ভোগান্তি হচ্ছে। দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াত, বাসভবন ও অফিস সর্বত্র থাকবে পুলিশি পাহারায়।



























