ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ৯
কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার ভোরে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে। বেঙ্গালুরু থেকে শিবমোগার যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ভোর ৩টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারানো একটি মালবোঝাই ট্রাক বাসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাসে আগুন লাগে।
বাসটিতে ৩২ জন যাত্রী, চালক ও কন্ডাক্টর ছিলেন। আগুন লেগে যাওয়ার ফলে অনেক যাত্রী জানলার কাচ ভেঙে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেন। তবে কিছু যাত্রী ভিতরে আটকে পড়েন এবং আগুনে ঝলসে মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বাসের ডিজেল ট্যাঙ্কে ট্রাকের ধাক্কা লেগে আগুনের সূত্রপাত হয়।
এ পর্যন্ত আট যাত্রী এবং ট্রাকচালকের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ঘটনা তদন্ত করছে এবং আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে।



























