বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন

দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে ওই কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেন তারেক রহমান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন— ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’।

ভিডিওতে শোনা যায়, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সময় তারেক রহমান বলেন, ‘আপনার শরীর কেমন আছে?… হ্যাঁ, দোয়া করবেন।’

পরে তিনি আরও বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই… নিশ্চয়ই।’

জনপ্রিয়