শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



























