জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই তিনি তার পিতার কবরে শ্রদ্ধা জানান। বহুদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত সবার মাঝেও এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য—সাদা পোশাকেও—মোতায়েন করা হয়।



























