শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা যান-চলাচল বন্ধ করে দেয়।

এসময় তারা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি, লড়াই করে', 'লীগ ধর, জেলে ধর'সহ নানা স্লোগান দেয়।

অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেয় হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরের রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জনপ্রিয়