২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য ১১ দলীয় নির্বাচনী জোটে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি স্বতন্ত্রভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের প্রার্থীরা ২৬৮টি আসনে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না।”
গাজী আতাউর রহমান আরও বলেন, “ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতেই জনগণের সব অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে আমাদের নেতাকর্মীরা পবিত্র ইবাদত হিসেবে মনে করেন। সে কারণে আমাদের কোনো হতাশা নেই।”
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন বণ্টনের ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য ১১ দলীয় নির্বাচনী জোট। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।



























