মুঠোফোনে হুমকি পাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন
জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন অভিযোগ করেছেন, তাকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকি দেওয়া হচ্ছে। দেশি ও বিদেশি অচেনা নম্বর থেকে এসব হুমকিতে ক্রিকেটারদের গালাগাল করা হচ্ছে এবং গুরুতর অভিযোগ তোলা হচ্ছে।
মিঠুন জানান, হুমকির বার্তায় ক্রিকেটারদের ‘দালাল’ আখ্যা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়েছে। এমনকি বলা হয়েছে, ‘আজকের পর কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না।’ তিনি বলেন, রাত ৯টার পর থেকে হুমকির মাত্রা বেড়েছে।
এ ঘটনায় এখনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মিঠুন।
উল্লেখ্য, দেশের ক্রিকেটে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে কোয়াব তাঁর পদত্যাগ দাবি করে বিপিএলের ম্যাচ বয়কট করে। পরে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরালে কোয়াব জানায়, প্রকাশ্যে ক্ষমা ও পরিচালক পদ থেকে অপসারণ প্রক্রিয়া চললে ক্রিকেটাররা আবার মাঠে ফিরবেন।



























