শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১৬ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। 

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রদর্শনীটি আয়োজন করেছে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা’।

রিজভী আহমেদ বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্রটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় একসময় বাতিল করেছিল। অথচ বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়, যা দেশের স্বার্থের পরিপন্থী।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মতো আপসহীন দেশনেত্রীকে দিয়ে এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব ছিল না বলেই তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এ কারণেই তাঁকে কারাগারে বন্দি রাখা হয় এবং যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে এখনও বিপুল পরিমাণ কয়লা ও গ্যাসের মজুদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।