বাকেরের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ ছাত্রদল সভাপতির

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
জানা গেছে, ২০২২ সালে ছাত্রলীগের একটি কর্মসূচিতে অংশ নেওয়া আবু বাকের মজুমদারের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ওই ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “খুনি হাসিনার আমলে আবিদ-হামিম-মায়েদরা যখন বাংলাদেশের পক্ষে লড়াইয়ে লিপ্ত ছিল, তখন অনেকে সন্ত্রাসী ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নিয়েছিল। তারই সর্বশেষ সংযোজন—আবু বাকের মজুমদার (জিএস পদপ্রার্থী, ডাকসু)।”
তিনি আরও দাবি করেন, খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য স্পষ্ট ছিল।