তারেক রহমান জুলাই-আগস্ট আন্দোলনের রূপকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই-আগস্টের মহাবিপ্লবের ভিত্তি তৈরি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরিকল্পনা ও দিকনির্দেশনার ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতা শেখ হাসিনার মতো ‘রক্তচোষা বাদুরকে বিতারিত করেছে’। এটি কারও একার অবদান নয়, এর মূল নায়ক ও রূপকার তারেক রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ১০ হাজার মাইল দূরে থেকেও আন্দোলনের পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। তার দেওয়া পরিকল্পনা অনুযায়ী প্রযুক্তি ও বিএনপির মাধ্যমে ছাত্র-জনতা দেশকে স্বৈরাচারমুক্ত করে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে।
তিনি বলেন, ১৮ কোটি জনগণকে বন্দুকের নল দিয়ে দাবানো যায়নি। দীর্ঘদিন অনির্বাচিত আওয়ামী লীগ ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছে। নানা চক্রান্ত সত্ত্বেও বিএনপি আজও টিকে আছে, কারণ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা দিয়েছেন।
রিজভী আরও বলেন, জিয়াউর রহমান কৃষি ও শিল্প উন্নয়ণের মহাপরিকল্পনা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। ১৬ হাজার কিলোমিটার খাল খনন করে কৃষির উন্নয়ন ঘটান তিনি। বিএনপি সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পন্থী গণতন্ত্রে বিশ্বাসী থেকে সময়ের প্রয়োজন অনুযায়ী ৩১ দফা প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক মহাপরিকল্পনা ঘোষণা করেছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ও অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে ফাহমিদা সত্য কথা বলায় সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এটি গণতন্ত্রের জন্য লড়াইয়ের উদ্দেশ্যের পরিপন্থী।
নারী অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বিষয়ে নিষ্ক্রিয়। তার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি উদার গণতন্ত্রে বিশ্বাসী নন। সবাইকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।
সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মেশারফ হোসেন, সাবেক এমপি কাজী রুফিকুল ইসলাম, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদল সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।