শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৫

চ্যাম্পিয়নশিপই একমাত্র লক্ষ্য: তাসকিন

চ্যাম্পিয়নশিপই একমাত্র লক্ষ্য: তাসকিন
সংগৃহীত

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান দাবি করেছেন, টি-২০ ফরম্যাটে এশিয়ার দ্বিতীয় সেরা দল তারাই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সর্বশেষ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার অর্জন। অন্যদিকে এশিয়ার ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও শক্ত প্রতিপক্ষ।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। এই আসরে বাংলাদেশকে খেলতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। তবে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ মনে করেন, এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাই বাংলাদেশকে ভয় পাবে। কারণ এর আগে বাংলাদেশ দল একাধিকবার ফাইনাল খেলেছে।

ছন্দে থাকা তাসকিন বলেন, ‘আমার ও দলের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না। সর্বশেষ তিন সিরিজ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে। দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কিছু হার ছিল। কিন্তু এখন উন্নতির ধারা স্পষ্ট। ধারাবাহিকতা থাকলে ভালো কিছু হবেই।’

তিনি আরও বলেন, ক্রিকেট চ্যালেঞ্জিং খেলা, যেখানে প্রতি মুহূর্তে নিজেদের আপগ্রেড করতে হয়। এজন্য বোর্ড ও ম্যানেজমেন্ট চেষ্টা করছে। তবে ব্যক্তিগত উদ্যোগ ও সেলফ ম্যানেজমেন্টের গুরুত্বও তুলে ধরেন তিনি, ‘প্রস্তুতি ও উন্নতির জন্য ব্যক্তিগত পদক্ষেপ নিতে হয়। দলের সবার ভূমিকা আলাদা। এখন সবাই অনেক সচেতন, ফলে ভুলগুলো কমে আসছে। এজন্য উন্নতি দৃশ্যমান হচ্ছে।’

বাংলাদেশ এতদিন দু’বার এশিয়া কাপের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তাসকিন,
‘টি-২০ অনিশ্চয়তার খেলা। ছোট দলও বড় দলকে হারাতে পারে। এক ওভারে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তাই আমাদেরকে ভয় না পাওয়ার কারণ নেই। আমরা অতীতে ফাইনাল খেলেছি, এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’

উল্লেখ্য, বাংলাদেশ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে চার দল সুপার ফোরে উঠবে, যেখানে সবাই সবার মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।