রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফজলুর রহমানকে গালি দেওয়া সেই ফারজানা এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার

ফজলুর রহমানকে গালি দেওয়া সেই ফারজানা এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকা থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফারজানা তমা (২১) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ (৬২) গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় অনধিকার প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগে ফারজানা তমা, এইচএম ওসমান রেজা, তানজীলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলার আপোষের প্রস্তাব দিয়ে আসামিরা বাদীর ভগ্নীপতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে ভয় দেখান এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী কষ্ট করে ৫ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামীদের প্রদান করেন। তবে বাকি টাকা না পেয়ে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হলে পুলিশ ফারজানা তমাকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ফারজানা তমা এর আগেও উত্তরায় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে “হাসিনা কত টাকা দিছে” ও “ফজলু আমার শা উয়া”সহ নানা উস্কানিমূলক স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি করেছিলেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মামলার পরিপ্রেক্ষিতে ফারজানা তমাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”