মাহফুজের ওপর হামলা নিয়ে যা বললেন মাসুদ কামাল

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা নিয়ে মুখ খুলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
মাসুদ কামাল বলেন, ‘মাহফুজ আলমের ওপর বিদেশের মাটিতে যে হামলাটা হয়েছে এর দুটি কারণ রয়েছে। প্রথমত, যদি সাদা চোখে আমি দেখি তাহলে আমি এ ধরনের হামলাকে সমর্থন করি না। আমি মনে করি, বাংলাদেশের যারা আমরা এখানে আছি বা যারা ওখানে আছেন—সবাই বাংলাদেশি।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে মাসুদ কামাল এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, বিদেশে যখন বাংলাদেশের সরকারের কেউ যান উনি কিন্তু পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তার ওপর এ ধরনের হামলা আমি মনে করি ভালো নয়।’
তিনি বলেন, ‘এটা যেন আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন শেখ হাসিনা বিদেশে যেতেন তখন তার ওপর এ রকম হামলা করা হতো। হৈচৈ, চিল্লাপাল্লা করা হতো। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়া বিদেশ গেলে তখন আওয়ামী লীগের সর্মথকরা এসব করত। এই পাল্টাপাল্টি কাজগুলোকে আমি সমর্থন করি না।’
মাসুদ কামাল প্রশ্ন রাখেন, ‘আপনারা যার বিরোধিতা করবেন, যার সমালোচনা করবেন, দেশে করেন—বিদেশে কেন? বিদেশে গেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় না। আজকে আপনি যেটা করছেন, কালকে আপনার সরকারের সঙ্গে অন্যরা করবে। তখন আপনাদের কাছে কেমন লাগবে? এটা কোনোভাবেই ভালো নয়। বাইরের দেশগুলোর কাছে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি উজ্জ্বল হয় না।’
হামলার পেছনে আরেকটি কারণ বলেন মাসুদ কামাল। তিনি বলেন, ‘আপনি তো আওয়ামী লীগকে দেশে কিছু বলতে দিচ্ছেন না। আওয়ামী লীগেরও কিছু বলার থাকতে পারে। আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি। এদেরও তো কথা বলার অধিকার আছে। আপনি বাংলাদেশে তাদের কিছু বলতে দিচ্ছেন না। আপনি এখানে আওয়ামী লীগকে দলীয়ভাবে বাদ দেন—ব্যক্তিগতভাবে কেউ যদি বঙ্গবন্ধুর শোক করে, আপনি সেটাও করতে দিচ্ছেন না। মব করে বাড়াচ্ছেন। তো এখন ওখানে যেটা দেখছেন—কেমন লাগছে? এখানে আপনি মব করেছেন, ওখানে ওরা মব করছে। ভালো লাগছে? আপনি একটা দলকে এই কোটি কোটি মানুষকে বলবেন তারা কিছু বলতে পারবে না, এটা হবে, ওটা হবে না? আপনি এটাকে প্রশ্রয় দিলে আগামী দিনে আরো বাড়বে।’