বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই শীর্ষ নেতা—জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দীন খান—আজ তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ফরহাদ বিয়ে করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদাকে। তবে মহিউদ্দীনের পাত্রীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল ব্যতিক্রমী এক দৃশ্য। আনন্দের মুহূর্তেও দুই নেতা হাতে তুলে নেন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করে বর সাজেই বার্তা দেন তারা। ডাকসু নেতা এবি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করে লেখেন, “বিয়ের ক্ষেত্রেও সহযোদ্ধাকে ভুলেননি ফরহাদ ও মহিউদ্দীন। আমরা সবাই হাদি হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে যুগে যুগে।”
এর আগের রাতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে জানান, আগামীদিন এই দুই ছাত্রনেতার বিয়ে অনুষ্ঠিত হবে। পোস্টে তিনি নবদম্পতির দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।
ডাকসুর দায়িত্বের পাশাপাশি এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরহাদ সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী।



























