রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ১৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন

তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন
ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য হলেও সত্য—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ফেসবুকে বিশ্বের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত “সামাজিক মাধ্যমে শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর” তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ফেসবুকে তারেক রহমানকে ঘিরে প্রকাশিত পোস্টের সংখ্যার ভিত্তিতে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন।

সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী, “কনটেন্ট ক্রিয়েটর” বলতে তাদেরকেই বোঝানো হয়, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও প্রকাশ করা হয়। সেই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী নেতা ও সেলিব্রিটিদের কাতারে স্থান করে নিয়েছেন। এটি সামাজিক মাধ্যমে তার প্রভাব ও জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।