রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করে তিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলেন।
দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন ফরাসি অধিনায়ক। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি এমবাপের প্রথম পূর্ণ ক্যালেন্ডার বছর, আর সাফল্যের মুকুটে যোগ হলো আরও একটি উজ্জ্বল পালক। রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই অর্জন করেছিলেন—সেই কাতারে এবার নাম লিখালেন এমবাপে।
মাত্র চার দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একাই চার গোল করে রিয়ালের হয়ে এক ম্যাচে চতুর্থ গোল করা খেলোয়াড়দের তালিকায় নিজের নাম তুলে নেন তিনি। ২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে রোনালদো একই কৃতিত্ব দেখিয়েছিলেন। সেই ম্যাচে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটিও ভেঙে দেন এমবাপে—মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যেখানে রোনালদোর সময় লেগেছিল ১১ মিনিট।
মৌসুমের শুরুতে রোনালদোর প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করে এমবাপে বলেছিলেন, “ক্রিশ্চিয়ানো সবসময়ই আমার রোল মডেল। তাঁর সঙ্গে কথা বলতে পারা আমার জন্য সৌভাগ্যের। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, সাহায্য করেছেন। আমি মনে করি, রোনালদোই এখনো রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। এই ক্লাবের জন্য তাঁর অবদান অসামান্য, যার স্বীকৃতি তাঁকে দিতেই হবে। সমর্থকেরা এখনো তাঁকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি চাই নিজের পথ নিজেই বানাতে।”
এভাবেই ক্লাব-ইতিহাসের সেরা এক তারকার পাশে জায়গা করে নিতে নিতে নতুন ইতিহাস গড়ছেন কিলিয়ান এমবাপে।



























