তানজিদ তামিমের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের
আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ নভেম্বর) স্বাগতিকদের সামনে রাখা ১১৭ রানের লক্ষ্য টপকাতে খেলতে হয়েছে মাত্র ১৩ ওভার ৩ বল।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড থামে মাত্র ১১৭ রানে। বাংলাদেশের বোলারদের সামনে পুরো ইনিংস জুড়েই সংগ্রাম করেছে তারা। মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল বোলার—৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেনও সমান কার্যকর ছিলেন, ৪ ওভারে ২১ রানে তিনটি উইকেট এনে দেন তিনি।
ইনিংসের শুরুটা ভালো করলেও আগের দুই ম্যাচের মতো ছন্দ ধরে রাখতে পারেনি আইরিশরা। চতুর্থ ওভারে ১০ বলে ১৭ করা টিম টেক্টর বোল্ড হয়ে ফিরলে চাপ বাড়তে থাকে। এর কিছুক্ষণ পরই বড় ভাই হ্যারি টেক্টর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন—মোস্তাফিজের ডেলিভারি ঠেকাতে গিয়ে বল হাত ঘেঁষে স্টাম্পে লাগে। ৬ বলে ৫ রানেই থামে তার ইনিংস।
লোরকান টাকার ও কার্টিস ক্যাম্পারও বড় কিছু করতে পারেননি। টাকারকে ফেরান শেখ মেহেদী, আর ক্যাম্পারকে গুগলিতে বোল্ড করেন রিশাদ। ৬৬ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আয়ারল্যান্ড।
দলের ভরসা হয়ে খেলছিলেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৮ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি। স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ দিকে রিশাদের বলে গ্যারেথ ডেলানি এবং মোস্তাফিজের বলে মার্ক অ্যাডাইয়ার ও ম্যাথু হ্যামফ্রিস বিদায় নিলে আরও চাপে পড়ে সফরকারীরা। শেষ ওভারে বেন হোয়াইটকে আউট করে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন সাইফুদ্দিন।
ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তানজিদ হাসানের অসাধারণ ফিল্ডিং। তিনি একাই পাঁচটি ক্যাচ ধরেন—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে লিটন দাস ও সাইফ হাসান দ্রুত আউট হলেও ওপেনার তানজিদ ছিলেন দৃঢ়। ৫৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার সঙ্গী পারভেজ হোসেন ইমন করেন ৩৩ রান।



























