ইনজুরি নিয়ে খেলেও নেইমারের হ্যাটট্রিক
চোটের সঙ্গে প্রতিদিন লড়াই করলেও থেমে নেই তার ঝলক। শতভাগ ফিট না হয়েও নিজের জৌলুস দেখিয়ে চলেছেন নেইমার।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলিয়ান সেরি এ-তে দুর্দান্ত জয় পায় সান্তোস। জুভেন্তুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে তিনটি গোলই আসে নেইমারের পা থেকে।
প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও, ম্যাচের ৫৬তম মিনিটে গোল উৎসবে প্রথম সুর তোলেন তিনি। এরপর ৬৫ ও ৭৩তম মিনিটে আরও দুই গোল করে পূরণ করেন ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় হ্যাটট্রিক।
গত কয়েকদিন ধরেই ইনজুরি-জর্জরিত এই তারকা শতভাগ ফিট ছিলেন না। তবুও আগের ম্যাচে স্পোর্ট-এর বিপক্ষেও ৩–০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন—সেখানেও গোলসহ রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আর এবার হ্যাটট্রিক করেই আবারও জানান দিলেন নিজের জাত।



























