বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ২ সেপ্টেম্বর ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন
সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের দল।

জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, “একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজ জেতার চেষ্টা করি, তবে সেটা সবসময় সম্ভব হয় না।”

টানা তিনটি সিরিজ জিতলেও খুব বেশি উচ্ছ্বসিত নন লিটন। তিনি দলের প্রশংসা করে বলেন, “কৃতিত্ব দেওয়া উচিত খেলোয়াড়দের। গত দুই সপ্তাহ ধরে তারা কঠোর পরিশ্রম করেছে। এখানে আমরা একটি ক্যাম্প করেছি, যেখানে সবাই অনুশীলনে নিজেদের উজাড় করে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা দারুণভাবে অনুসরণ করেছে।”

বোলারদের গুরুত্ব তুলে ধরে লিটন বলেন, “আপনারা জানেন, মুস্তাফিজ আর তাসকিন কতটা গুরুত্বপূর্ণ। নাসুমও খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু ভালো করেছে। আমরা ধীরে ধীরে দল গড়ে তোলার চেষ্টা করছি। যে-ই দলে আসুক, যদি দারুণ খেলে তা অবশ্যই ইতিবাচক। আর যদি জেতা যায়, সবই ঠিক হয়ে যাবে। দেখা যাক সামনে কী হয়।”
 

সম্পর্কিত বিষয়: