রোববার ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ২৬ অক্টোবর ২০২৫

আজকের বাজারে স্বর্ণের ভরি কত?

আজকের বাজারে স্বর্ণের ভরি কত?
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দামের বড় দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এক ধাক্কায় ভরিপ্রতি সোনার দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা —সাম্প্রতিক সময়ে যা সবচেয়ে বড় দরপতনগুলোর একটি।

তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার ওপরে রয়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

দাম কমার কারণ জানাল বাজুস

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশীয় বাজারে সোনার দামে এই সমন্বয় আনা হয়েছে।

এতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আজকের সোনার বাজারদর (২৬ অক্টোবর ২০২৫)

ক্যারেট           প্রতি ভরির দাম (টাকা) 

২২ ক্যারেট         ২,০৮,৯৯৬          
২১ ক্যারেট         ১,৯৯,৫০১            
১৮ ক্যারেট         ১,৭০,৯৯৪            
সনাতন পদ্ধতি      ১,৪২,২১৯            

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও।
বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, যা আগে ছিল ৬ হাজার ২০৫ টাকা। অর্থাৎ, ভরিপ্রতি রুপার দাম কমেছে ৭৩৫ টাকা।

জনপ্রিয়