সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ১৭ নভেম্বর ২০২৫

মধ্যরাতে গাড়ির গ্যারেজে আগুন

মধ্যরাতে গাড়ির গ্যারেজে আগুন
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নবাবী মসজিদের পাশে রোববার দিবাগত রাত দেড়টার দিকে গাড়ি মেরামতের একটি ওয়ার্কশপসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি পিকআপ, এক্স নোহা, মাইক্রোবাস এবং মোটরসাইকেলসহ মোট ১৩টি যানবাহন সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সিলেট বিভাগের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, রাত দেড়টার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক হিসাবে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ হতাহত হননি।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিং ওয়ার্কশপটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। দোকানে থাকা ১০টি গাড়ি, পাশের আরও একটি যানসহ মোট ১২টি গাড়ি এবং ৩টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে। আগুনের তীব্রতায় ওয়ার্কশপের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিন সিলিন্ডারও বিস্ফোরিত হয়। আশপাশের আরও দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পোড়া যানগুলোর মধ্যে পুলিশের একটি পিকআপসহ এক্স নোহা, মাইক্রোবাস এবং মোটরসাইকেল ছিল। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এটি পরিকল্পিত নাকি নাশকতা—তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে ওয়ার্কশপের ভেতর শর্টসার্কিট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

জনপ্রিয়