কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে শহরের স্টেশন রোডের নিউটাউনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি শাখাটিতে আগুন ধরানোর চেষ্টা করেছিল। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



























